যশোর আজ মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা প্রশাসন এবং পর্যটন ব্যবসায়ীরা কুয়াকাটায় উৎসবের আয়োজন করেছেন।

কাল বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) পালিত হবে বিশ্ব পর্যটন দিবস।বিশ্ব পর্যটন দিবস ও টানা তিন দিন সরকারি ছুটি উপলক্ষে কুয়াকাটার সব হোটেল-মোটেলে ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ( কুটুম )-এর ব্যবস্থাপনায় বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) থেকে শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর )পর্যন্ত তিন দিন কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকবে নানা আয়োজন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শরীফ বলেন, ‘পর্যটন দিবস ও তিন দিন সরকারি ছুটি উপলক্ষে প্রথম সারির হোটেল-মোটেলের প্রায় শতভাগ এবং দ্বিতীয় সারির হোটেলের ৮০ ভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। আমরা হোটেল কর্তৃপক্ষ আগত পর্যটকদের সেবা নিশ্চিত করতে তৎপর রয়েছি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন,পর্যটন দিবস এবং সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে ব্যাপক পর্যটকদের আগমন ঘটবে।আগত পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে পুলিশ মোতায়েন থাকবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,বিশ্ব পর্যটন দিবস ও তিন দিনের ছুটিতে জেলা ও উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌরসভাসহ পর্যটন ব্যবসায়ীরা উৎসবের উদ্যোগ নিয়েছেন।

আগত পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

সর্বশেষ - সারাদেশ