যশোর আজ মঙ্গলবার , ২৪ মে ২০২২ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বিশ্বে নতূন আরো সাড়ে ৪ লাখ করোনায় আক্রান্ত

প্রতিবেদক
Jashore Post
মে ২৪, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণ
বিশ্বে নতূন আরো সাড়ে ৪ লাখ করোনায় আক্রান্ত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৬৯০ জন। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৪৬৮ জন।

এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৪০ জনের। এতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৩ লাখ এক হাজার ৪৩১ জনের। মঙ্গলবার ( ২৪ মে ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬৫০ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। অস্ট্রিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২৫২ জনের। একই সময়ে জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১১ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের।

যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৬ জন এবং শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৩৮৩ জন। ইতালিতে আক্রান্ত ৯ হাজার ৮২০ জন এবং মৃত ৮০ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ১৫৮ জন এবং মৃত্যু ৭৬ জন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৯ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু ২২ জন। ফ্রান্সে মৃত ৮২ জন এবং আক্রান্ত ৪ হাজার ৩৮৬ জন। ব্রাজিলে মৃত ৪৭ জন এবং আক্রান্ত ১২ হাজার ৭৭৫ জন। অস্ট্রেলিয়ায় মৃত ১২ জন এবং আক্রান্ত ৩৪ হাজার ৩৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সর্বশেষ - ফিচার