যশোর আজ বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সংগৃহীত তথ্য অনুসারে বুধবার আক্রান্তের এই মাইলফলক অতিক্রম করে।

এমন সময় আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ছাড়ালো যখন তীব্র সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।

রয়টার্সের বিশ্লেষণ অনুসারে, কয়েকটি দেশে সংক্রমিতের সংখ্যা কমতে শুরু করলেও প্রতিদিন বিশ লাখের বেশি আক্রান্ত শনাক্ত হচ্ছেন।শনাক্তের সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত পাঁচ সপ্তাহ ধরে প্রতি সাত দিনে মৃতের সংখ্যা গড়ে ৭০ শতাংশ বেড়েছে। বিশ্বজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট এখন দাপট ছড়াচ্ছে।

দৈনিক শনাক্ত হওয়া সংক্রমিতের অধিকাংশই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত।বিভিন্ন দেশ থেকে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ওমিক্রনে আক্রান্তদের আগের ভ্যারিয়েন্টের তুলনায় রোগ কিছুটা মৃদু। কিন্তু আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার কারণে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় চাপ তৈরি করছে।

রয়টার্স জানাচ্ছে, ৩০ কোটি থেকে ৪০ কোটিতে শনাক্তের সংখ্যা পৌঁছাতে এক মাসের কিছু সময় বেশি লেগেছে। কিন্তু ২০ কোটি থেকে ৩০ কোটিতে পৌঁছাতে সময় লেগেছিল পাঁচ মাস। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৬০ লাখের বেশি মানুষের।

সাত দিনের গড় হিসেবে বিশ্বব্যাপী নতুন সংক্রমিতের ৩৭ শতাংশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ব্রাজিলে। দৈনিক শনাক্তের নিরিখে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতি তিনদিনে দেশটিতে দশ লক্ষাধিক সংক্রমিত শনাক্ত হচ্ছেন। তবে মহামারিতে এই বছরের জানুয়ারির তুলনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা কম রয়েছে। শুক্রবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত