
চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৮নভেম্বর )বিকালে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম এর সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুজার সেতুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )র দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাড মোফাজ্জল হোসেন দুলাল।
প্রধান বক্তা সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মোকশেদ আলী মঙ্গোলিয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল,জেলা বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান সরকার,মাহবুব আলম-
জেলা সদস্য ও সাবেক ছাত্র নেতা মোস্তফা কামাল মিলন,কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিছালাত ইসলাম সজীব,জেলা ছাত্রদলের সহসভাপতি অ্যাড গোলাম সাদিব বিন নাছের,যুব দলের সাবেক সহসভাপতি মঞ্জুর মোর্শেদ সুমন,দিনাজপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃনয়ন,সাবেক ছাত্র নেতা বিপ্লব নাগ জয়,সেচ্ছাসেবক দল পৌর শাখার সদস্য সচিব মোঃ প্লাবন প্রমুখ।
প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ বক্তারা বলেন সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে নিজেদের মধ্যে ঐক গড়ে তুলতে হবে।যতবার গণতন্ত্র ভূলুণ্ঠিত হওয়ার ষড়যন্ত্র হয়েছে ততবার এর হাল ধরেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প নেই।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐকবদ্ধভাবে কাজ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদরে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।