গবাদি পশুর জন্য ঘাস কাটার সময় মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যশোরের বাঘারপাড়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন ওই গ্রামের তৌহিদুর রহমান (৪৫) ও তার ছোট ভাই রুহুল আমীন (৪০)।
বুধবার ( ৩ আগস্ট ) বিকালে উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাজুড়ে শোকের মাতম বইছে।
নিহতের চাচা রেজাউল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, বুধবার বিকালে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় মেশিনে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় স্বজনরা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।