সর্বশেষ খবরঃ

বিজিবিকে বিশ্বমানের চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলা হবেঃপ্রধানমন্ত্রী

বিজিবিকে বিশ্বমানের চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলা হবেঃপ্রধানমন্ত্রী
বিজিবিকে বিশ্বমানের চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলা হবেঃপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিজিবিকে অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো হচ্ছে।নিশ্ছিদ্র নজরদারি এবং আন্তদেশীয় সন্ত্রাসবাদ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন করা হয়েছে।

রবিবার (৪ মার্চ ) সকালে রাজধানীর পিলখানার বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) দিবস-২০২৪ উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

সরকার প্রধান বলেন,‘ তার সরকার মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তে নজরদারি বাড়াতে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ বিওপি, নীলডুমুল,কাচিকাঁটা, ভাসমান বিওপিতে রাডার স্থাপন করেছে। এর মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি বৃদ্ধি পেয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘অত্যাধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়ানোয় কাজ ও দক্ষতার প্রতি তাদের আগ্রহ বহুগুণ বৃদ্ধি পাবে।

বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালনে সক্ষম জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বিজিবিকে আরও শক্তিশালী করার জন্য ‘‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০’’ পাস করেছি। একইসঙ্গে একটি আধুনিক, শক্তিশালী, দক্ষ ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বিজিবি গড়ে উঠেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশকে আমরা বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ‘‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১’’ প্রণয়ন করেছি। যেভাবে আমরা বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই, আমাদের বিজিবিও তেমনি একটি স্মার্ট বাহিনী হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বিজিবিতে সৈনিক পদে মোট ৩৫ হাজার ৫১৭ জনকে নিয়োগ দিয়েছে। ৫৫ হাজার ১৮৭ সদস্যকে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং আমরাই প্রথম বিজিবিতে নারী সদস্যদের অন্তর্ভুক্ত করেছি।

এই পর্যন্ত বিজিবিতে ৯৯৬ জন নারী সৈনিক ভর্তি হয়েছে। বিজিবি ভিশন ২০৪১ অনুযায়ী এই বাহিনীতে আরও ১৫ হাজার জনবলের পদ সৃজনের পরিকল্পনা আমাদের রয়েছে। কমব্যাট ড্রেস প্রদানসহ প্রতিটি ক্ষৈত্রেই তারা যেন আরও উন্নত হয়, তার যথাযথ ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। তাদের জন্য বিভিন্ন কল্যাণমুখী ব্যবস্থাও প্রবর্তন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিজিবিকে আমরা বিশ্বমানের চৌকস বাহিনী হিসেবে গড়ে তুলবো।’

সূত্র: বাসস

 

আরো খবর

দুমকিতে আড়াই লাখ মিটার জাল জব্দ ও ১৩ জেলের কারাদণ্ড
দুমকিতে আড়াই লাখ মিটার জাল জব্দ ও ১৩ জেলের কারাদণ্ড
বেনাপোলে ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বেনাপোলে ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকদের মানববন্ধন
গৌরীপুরে জমি দখলের পায়তারার বিচার দাবিতে সংবাদ সম্মেলন
গৌরীপুরে জমি দখলের পায়তারার বিচার দাবিতে সংবাদ সম্মেলন
দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন
দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন
খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন
খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন
কাহালু-নন্দীগ্রামে হাতপাখা বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবেঃইদ্রিস আলী
কাহালু-নন্দীগ্রামে হাতপাখা বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবেঃইদ্রিস আলী
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণ সমাবেশ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণ সমাবেশ
পটুয়াখালী ভার্সিটিতে নারী শিক্ষার্থীদের জন্য“পর্দা কর্নার”চালু
পটুয়াখালী ভার্সিটিতে নারী শিক্ষার্থীদের জন্য“পর্দা কর্নার”চালু