যশোর প্রতিনিধি :: যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত বিজিবি সিপাহী রইস উদ্দিন এর লাশ হস্তান্তর করেছে বিএসএফ। ভারতের গাঙ্গুলিয়া পাড়া সীমান্ত দিয়ে এই লাশ হস্তান্তর করা হয়।
বুধবার ২৪ শে জানুয়ারি সকাল ১০১৫ মিনিটের সময় ৪৯ বিজিবির অধিনায়ক ও সহকারী পরিচালক মাসুদ রানার কাছে হস্তান্তর করেন বিএসএফ।
বিজিবি সূত্র জানান, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি )এর অধীনস্থ শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এস এর নিকট গাঙ্গুলিয়া পাড়া দিয়ে সিপাহী রইস উদ্দিন এর লাশ হস্তান্তর করেছে বিএসএফ। লাশটি এম্বুলেন্স যোগে যশোর ব্যাটালিয়ান সদরে নেওয়া হবে।সেখান হতে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বিজিবি সদস্যের মরাদেহ।
উল্লেখ্য গত সোমবার বিজিবির সিপাহী রইস উদ্দিন ধান্যখোলা জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন।