সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মিছিল করবে বিএনপি। মঙ্গলবার ( ২৬ অক্টোবর ) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এই মিছিল হবে বলে জানা গেছে।
সোমবার ( ২৫ অক্টোবর ) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।রুহুল কবির জানান, মিছিলে বিএনপি মহাসচিবসহ জাতীয় নেতারা অংশ নেবেন।
উল্লেখ্য,গত শনিবার ( ২৩ অক্টোবর ) স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রীতি রক্ষার দাবিতে মিছিল করার সিদ্ধান্ত হয়।