স্টাফ রিপোর্টার:: র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালতে অব্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং অনুমোদন বিহীন বি এসটি আইয়ের জন্য ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে ৭৫হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। সোমবার ( ৩ জানুয়ারী ) র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিএসটিআই পরিদর্শন এবং জেলা স্যানিটারী পরিদর্শক এর সহযোগীতায় বাগেরহাট সদর থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এ অর্থদন্ড প্রদাণ করেন।
অর্থদন্ড প্রাপ্তরা হলো বাগেরহাটের খানজাহান আলী রোড়ে অবস্থিত রথি বেকারীর মালিক শেখ আব্দুর রশীদ(৪৫), বাগেরহাট সদরথানাধীন মুনিগঞ্জ রোডের মিষ্ঠান্ন ভান্ডারের মালিক মোঃ দেলোয়ার হোসেন ( ৬০) ও সুন্দরঘোনার ষাটগম্বুজ মসজিদ এলাকার নুসরাত ফুডের প্রোপাইটার মোঃ রফিক মোল্লা(৪০)।
র্যাব-৬ এর দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,লাইসেন্স ব্যাতীত বি এসটিআইয়ের চিহ্ণ ব্যাবহার করে বেকারীর খাবার উৎপাদন ও বাজারজাতকরণের জন্য বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা মোতাবেক রথি বেকারীর মালিককে ২০ হাজার টাকা,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক মিষ্ঠান্ন ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকা ও একি আইনের ৫৩ধারা মোতাবেক অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদনের জন্য নুসরাত ফুডের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
অভিযুক্তরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করলে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জরিমানায় আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদান করেন বলে আরো জানা যায়।