মোঃ মিরাজুল শেখ:: বাগেরহাটের কচুয়ায় ২লাখ ৫০ হাজার টাকা মুল্যের জালনোট সহ মোঃ জাকির শেখ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।জাকির শেখ বাগেরহাট সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের মোঃ আনোয়ার শেখের ছেলে।
শুক্রবার ( ৩০ অক্টোবর ) রাতে কচুয়া উপজেলার বয়ারসিংগা বাজার এলাকা থেকে জাল টাকা কারবারী চক্রের ওই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃমনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে ২লাখ ৫০ হাজার টাকা মুল্যের জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের সহ অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।