মোঃ মিরাজুল শেখ,বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাগেরহাটের মোরেলগঞ্জে কুপিয়ে জখম করা কলা চাষী জাকির হোসেন হাওলাদার (৬০) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নিহত জাকির হোসেন চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেন হাওলাদারের ছেলে। মোরেলগঞ্জ থানার ওসি মোইকবাল বাহার চৌধুরী নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে (শুক্রবার) সকালে পুলিশ পাঠানো হয়েছে বলে আরো জানান তিনি।
নিহতের ছেলে ইমরান হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার পিতাকে হত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে চন্ডিপুর গ্রামের পার্শ্ববর্তী পর্তাশী বাজারের সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা।
গুরুতর জখম অবস্থায় জাকির হোসেনকে রাত ১০টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টার দিকে তিনি মারা যান।