যশোর আজ বুধবার , ২৭ অক্টোবর ২০২১ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া দিলো ভারতীয় সেনাবাহিনী

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৭, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

শার্শা প্রতিনিধি:: বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি প্রশিক্ষনপ্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার( ২৭ অক্টোবর )সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান দিয়ে ভারতীয় সেনাবাহিনীর উপহারের ১৫টি ঘোড়া হস্তান্তর করা হয়।

ঘোড়া হস্তান্তরের আনুষ্ঠানিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে দুই দেশের মধ্যকার নোম্যন্সল্যান্ড এরিয়ায় উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের দায়িত্বরত অফিসার কর্নেল মাজাহার ও ভারতীয় সেনাবাহিনীর পক্ষে কলকাতা অঞ্চলের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সরবওয়াল।এ সময় দুই দেশের সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশের বিপরীতে প্রেট্ট্রাপোল সীমান্তে কড়া পাহারায় ভারতীয় পিকাপ যোগে ঘোড়া গুলো এনে রাখা হয়। বুধবার সকালে সেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর নিজিস্ব যানবাহনে তোলা হয়।

বেনাপোল বিজিবি ( আইসিপি ক্যাম্প ) কমান্ডার জানান,সকল আনুষ্ঠানিকতা শেষ করে উপহারের ঘোড়া গুলো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রাক করে সাভার সেনানিবাসের উদ্দেশ্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সেনাবাহিনীর ট্রাক ঢাকার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান এলাকা পেরিয়ে গেছে।

সর্বশেষ - সারাদেশ