বেনাপোল প্রতিনিধি :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ১০টি স্বর্ণেরবার উদ্ধারসহ মনিরুজ্জামান (৪০) নামের এক পাচারকারী গ্রেফতার হয়েছে। সে বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ড নামাজগ্রামের শের আলীর ছেলে। বর্ডারগার্ড সদস্যদের অভিযানে স্বর্ণেরবারসহ পাচারকারী গ্রেফতার।
রবিবার ( ১৯জুন ) ভোর সকালে যশোর বেনাপোল মহাসড়কের নাভারণ এলাকা থেকে বিজিবির ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা ঐ পাচারকারীকে গ্রেফতার করে।
বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হতে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা স্বর্ণেরবার উদ্ধারে যশোর বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান নামেন।এসময় নাভারন এলাকায় বেনাপোলগামী একটি বাস থামিয়ে সন্দেহভাজন পাচারকারী মনিরুজ্জামানকে আটক করে বিজিবি সদস্যরা তল্লাশী চালালে তার ব্যাগে থাকা ১০টি স্বর্ণেরবার উদ্ধার হয়।
যশোর ৪৯বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ বিজিবি কর্তৃক স্বর্ন উদ্ধার ও পাচারকারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্টথানায় সোপার্দ করা হয়েছে।