যশোর আজ শনিবার , ১৬ এপ্রিল ২০২২ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বন্যায় দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় প্রদেশে ৩৯৫জনের মৃত্যু

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ১৬, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ
বন্যায় দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় প্রদেশে ৩৯৫জনের মৃত্যু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় প্রদেশে দেখা দেওয়া বন্যায় ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

শুক্রবার ( ১৫ এপ্রিল ) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সাইফো হ্লোমুকা একথা জানান।সাইফো হ্লোমুকা বলেন, দুঃখজনক হলেও বন্যায় প্রাণহানি বাড়ছে। আমরা এখন পর্যন্ত ৩৯৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি।

গত সোমবার থেকে কোয়াজুলু-নাটাল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন। সহযোগিতা নিয়ে তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

এদিকে আকস্মিক দেখা দেওয়া এ বন্যায় কোয়াজুলু-নাটাল প্রদেশের অন্তত ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। নিখোঁজ রয়েছে ৫৫ জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

সূত্র: এএফপি

সর্বশেষ - লাইফস্টাইল