স্টাফ রিপোর্টার :: শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১১ জুলাই ) বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭ নম্বর চরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ডুবারচর দক্ষিণপাড়া গ্রামের কৃষক মহির মিয়ার ছেলে সুমন ও একিই গ্রামের কৃষক আমজাদ হোসেনের ছেলে সুফল মিয়া। তারা দুজনই কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সুমন ও সুফল ফুটবল খেলা শেষে বন্যার পানিতে গোসলে নামে। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে জাল ফেলে দুই জনের লাশ উদ্ধার করে।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ এমদাদুল হক বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।