যশোর আজ বৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের ৩০ অক্টোবর পর্দা নামছে

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৮, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের ৩০ অক্টোবর পর্দা নামছে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আগামী ৩০ অক্টোবর ( শনিবার ) সকালে বহুল প্রত্যাশিত ‘বিগ ২০২১’ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে, যার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তরুণ উদ্যোক্তা অর্থাৎ স্টার্টআপদের অনুপ্রাণিত করতে আইসিটি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প ( আইডিয়া ) আয়োজন করছে ‘বিগ ২০২১’।

‘বিগ ২০২১’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সভাপতিত্ব করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি বিভাগের সবচেয়ে বড় আয়োজন ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ( বিগ ) ২০২১’ এর ‘ওয়ান বিগ উইনার’ হিসেবে বিজয়ী স্টার্টআপ এর নাম ঘোষণা করা হবে আর মাত্র ২ দিন পরেই। সেরা এই বিজয়ী স্টার্টআপ পাবে বিশেষ সম্মাননাসহ এক লাখ ইউএস ডলার সমমূল্যের অর্থ পুরস্কার,যা মুজিববর্ষে স্টার্টআপদের জন্য আইসিটি বিভাগের সবচেয়ে বড় উপহার।

১৪২টি দেশে ক্যাম্পেইন শেষে বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি দেশ থেকে প্রাথমিক পর্যায়ে ৭ হাজারের বেশি স্টার্টআপ ও উদ্ভাবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করে। পরবর্তীতে, দেশীয় পর্যায়ের বাছাঁইকৃত ৬৫টি স্টার্টআপ নিয়ে বুটক্যাম্প শেষে ১৩ পর্বের শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শো এর মাধ্যমে নির্বাচন করা হয় সেরা ২৬টি স্টার্টআপ। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায় থেকেও সেরা ১০টি স্টার্টআপ নিবার্চন করা হয়।

বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে দেশি-বিদেশি ‍নির্বাচিত ৩৬টি স্টার্টআপের প্রত্যেকেই পাচ্ছে ১০ লাখ টাকা করে মোট ৩ কোটি ৬০ লাখ টাকার অনুদান। সবশেষে, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১ এর ১ম পুরস্কার হিসেবে সেরাদের সেরাকে ১ লাখ মার্কিন ডলার অনুদান দেয়া হবে।

রিয়েলিটি শো থেকে নির্বাচিত ২৬টি দেশিয় স্টার্টআপ, আন্তর্জাতিক পর্যায়ের সেরা ১০টি স্টার্টআপ এবং আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপের সেরা ১০টি সহ মোট ৪৬টি স্টার্টআপকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে’।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে বৃহৎ এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানকে ঘিরে আইসিটি বিভাগ গ্রহণ করেছে বিশেষ আয়োজন। বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে আকর্ষণীয় করে তুলতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে ভেন্যু। অনুষ্ঠানে বিজয়ীদের দেওয়া হবে লাল গালিচা সম্বর্ধনা।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সম্প্রতি লন্ডনের বিখ্যাত ‘অ্যাবি রোড স্টুডিও’ এ ধারণকৃত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর রূপকার পণ্ডিত শ্রী রবিশঙ্করের কন্যা আনুষ্কা শঙ্করের একটি বিশেষ পরিবেশনা।

এছাড়াও রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড দলের চমৎকার মিউজিক্যাল পরিবেশনাসহ নানা আয়োজন। করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হবে মর্মে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

সবার জন্য সমাপনী অনুষ্ঠানের পুরো আয়োজনটি সকাল ১১টা থেকে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/LetsStartupBD) লাইভ সম্প্রচার করা হবে। বিগ ২০২১ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট: www.big.gov.bd।

বিগ ২০২১ এর সঙ্গে পার্টনার হিসেবে সংযুক্ত রয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ ( সিসিএ ) ও এটুআই এবং একইসঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বেসিস, বাক্য, বিসিএস, ই-ক্যাব, আইএসপিএবি, বিআইজেএফ এবং টিএমজিবি। এছাড়া এই আয়োজনে স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন এবং সহযোগিতায় রয়েছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

সর্বশেষ - সারাদেশ