ফ্রান্স থেকে তিনটি রাডার পেয়েছে তালেবান। এই তিনটি রাডার দেশটির রাজধানী, কাবুল, হেরাথ এবং বালখে স্থাপন করা হবে বলে রবিবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে,আফগানিস্তানের ইসলামিক এমিরেটস পরিবহন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে আজ কাবুলে তিনটি ফ্রান্স রাডার এসেছে।
ফ্রান্সের কোম্পানি থালেসের সঙ্গে ১১২ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী ফান্সের ওই কোম্পানি ২০২৩ সালের মধ্যে বাকি রাডার সরবরাহ করবে।