যশোর আজ বুধবার , ২৭ জুলাই ২০২২ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় জনতার থানা ঘেরাও

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৭, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় জনতার থানা ঘেরাও
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনি ফলকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলায় পুলিশের গুলিতে ২ বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে।নিহত শিশুর নাম আশা।মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে। এ ঘটনায় স্থানীয় জনতা থানা ঘেরাও করে রেখেছে।

বুধবার ( ২৭ জুলাই ) সন্ধ্যায় উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে এ ঘটনা ঘটে।পুলিশের দু’টি গাড়িসহ প্রায় দশটা গাড়ি ভাংচুর করেছে জনতা।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে ভাংবাড়ি কেন্দ্রে ছিল শিশুর মা। সেখানে ভোটের ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ।এ সময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় ঐ শিশু।

রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান,পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ