যশোর আজ বুধবার , ২৮ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

পাহাড়ের বাঙ্গালীদের”অ-পাহাড়ী”বলায় বিক্ষোভ খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২৮, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
পাহাড়ের বাঙ্গালীদের"অ-পাহাড়ী"বলায় বিক্ষোভ খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালীদের “অ-পাহাড়ী” বলে বক্তব্য প্রদান করে পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে বিভেদ সৃষ্টি করার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার ( ২৮আগস্ট ) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে খাগড়াছড়ি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার মোড় প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,গত শুক্রবার খাগড়াছড়ি সফরকালে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙ্গালী জাতিকে হেয় করে অ-পাহাড়ী বলে বক্তব্য প্রদান করেন। বাঙ্গালী জাতিকে অ-পাহাড়ী অ্যাখ্যা দেয়া উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার পদত্যাগের দাবী জানান বিক্ষোভকারীরা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রফিকুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মজিদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়কসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সর্বশেষ - সারাদেশ