
জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,পায়রা নদীর ভাংগন কবলিত আলগী গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসীরা।
শনিবার সকালে উপজেলার ভাংগন কবলিত পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী আলগি গ্রামের শতাধিক নারী-পুরুষ,শিশু কিশোর মানববন্ধনে অংশ নেন।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে বর্তমান ইউপি সদস্য মোঃ সরোয়ার,সাবেক ইউপি সদস্য মোঃসুলতানা তালুকদার, জাকির বিশ্বাস,মোঃমামুন হাওলাদার, কামাল হোসেন,সাইফুল ইসলাম,মাওলানা হাবিবুর রহমান,নিতাই চন্দ্র,অমল দাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,পায়রা নদীর ভাংগনে আলগি গ্রামের দুই তৃতীয়াংশ নদীগর্ভে চলে গেছে। বাড়িঘর, ফসলী জমি হারিয়ে তারা এখন নিঃস্ব। ভাঙ্গনের মুখে গৃহহীন, হতদরিদ্র ছিন্নমূল অবস্থায় বসবাস করছেন। ওপারের চরের জমিও সেনানিবাসে অধিগ্রহণ করে নিয়ে গেছে। এঅবস্থায় ফের ভাংগণ দেখা দেয়ায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারাতে বসেছে। তাই ভাংগন রোধে পানি উন্নয়ন বোর্ড সহ উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।