
রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন ভূমি অফিসে সকাল ১০টা বাজলেও অফিসের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। এতে ভূমি সংক্রান্ত কাজে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার ( ১৮ আগস্ট ) সকাল ১০টায় সরজমিনে গিয়ে দেখা যায়, ভূমি অফিসের প্রধান ফটকে তালা ঝুলছে। সকাল ১০:৪১ মিনিটে সে তালা খোলের অফিসের লোক।
বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী, সকল সরকারি অফিস সকাল ৯টায় খোলার বাধ্যবাধকতা রয়েছে এবং বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে ( শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত )। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সাধারণত মধ্যাহ্ন বিরতি থাকে।সরকারি কর্মচারীদের অফিস সময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এই সময় লঙ্ঘন শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল ৯টার মধ্যে ভূমি অফিস খোলার কথা থাকলেও অধিকাংশ দিনই নির্ধারিত সময়ে কর্মকর্তাদের পাওয়া যায় না। আজ সোমবারও সকাল ১০টা পর্যন্ত অফিস বন্ধ থাকায় অনেকেই ফিরে গেছেন।
ভূমি সেবা নিতে আসা পাঁজিয়ার কৃষক আব্দুল গফুর বলেন, “আমি খাজনা দিতে সকাল ৯টায় আসি। এক ঘণ্টার বেশি দাঁড়িয়ে আছি, এখনও অফিস খোলেনি। সাধারণ মানুষের সময় নষ্ট হলেও কর্তৃপক্ষের কোনো দায়িত্ববোধ নেই।”
এ বিষয়ে পাঁজিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব হৃদয় কৃষ্ণ বলেন, “প্রতিদিন দেরি হওয়ার ঘটনা সত্য নয়,তবে আজকে সকাল সাড়ে দশটাই খোলা হয়েছে,সকালে আমরা একটি গাছ কাঁটার অভিযানে যায়,অফিস সহায়ক কে সাথে নিয়েই যাওয়ার কারণে একটু দেরি করে খুলতে হয়েছে।”
এ বিষয়ে কেশবপুর উপজেলা ভূমি অফিসার মোঃ শরীফ নেওয়াজ বলেন, “প্রাথমিক ভাবে বিষয় টা আমি জানতে পারি যে অফিসে দুজন স্টাফ আছে, একজন তদন্ত গিছিলো আরেকজন গাছ পড়েছে কোথায় সেটা দেখতে গিছিলো, যে কারণে আজ দেরি হয়েছে। তবে আর যদি কোনো বিষয় থাকে সে বিষয় খোঁজ খবর নেওয়া হবে।”
তবে ভুক্তভোগীরা আরো বলেন, সরকারি অফিসগুলোতে এমন দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা ভূমি অফিস সময়মতো খোলার দাবি জানিয়েছেন।