আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ( ১৫ জানুয়ারি ) বিকেলে উপজেলার কোমরপুরহাট সংলগ্ন নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুস সামাদ মন্ডল পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপি’র সরবঙ্গ ভাদুরিয়া গ্রামের আফছার মন্ডলের ছেলে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুস সামাদ মন্ডল ৮ মামলায় গ্রেফতারী পরোয়ারাভূক্ত আসামী ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে স্থানীয় কোমরপুরহাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।