জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( পবিপ্রবি )বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে রোববার ( ২১ সেপ্টেম্বর ) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
“প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস” শীর্ষক এ আয়োজনকে ঘিরে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সকালে সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডঃ মোঃ সাজেদুল হক এর সভাপতিত্বে এবং ইএসডিএম অনুষদের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডঃএসঃএমঃহেমায়েত জাহান।
প্রধান অতিথি উপ-উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “প্লাস্টিক দূষণ আজ বিশ্বব্যাপী এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। পরিবেশ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্য রক্ষায় আমাদের সবাইকে প্লাস্টিক ব্যবহারে সংযমী হতে হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সারা দেশের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
”অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডঃ মোঃ আবদুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ডঃ মোঃ ইকতিয়ার উদ্দিন, ইউনিডো বাংলাদেশ-এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর সত্যরঞ্জন ভট্টাচার্য এবং পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী র্যালি, শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়, অতিথি বক্তাদের আলোচনা, সচেতনতামূলক কার্যক্রম এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতা উদ্যোগ।