যশোর আজ বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

প্রতিবেদক
Jashore Post
জুন ২২, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ণ
পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: নিখোঁজের ৩৩ ঘণ্টা পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় পদ্মা নদীতে ভেসে উঠেছে স্কুলছাত্র রবিন ( ১২) এর মরদেহ। রবিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার রফিকের ছেলে। রবিন স্থানীয় বড় সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।

বুধবার ( ২১ জুন ) সন্ধ্যা ৬ টার দিকে মরদেহটি ভেসে উঠে। পরে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ( ২১ জুন ) সকাল ১০ টার দিকে ক্যানেল ঘাটের শাখা পদ্মায় বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় রবিন।এ সময় শিশুটি পানিতে তলিয়ে যায়।স্থানীয়রা অন্য শিশুদের চিৎকারে এগিয়ে এলেও তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালায়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। বুধবার সন্ধ্যায় মরদেহটি ভেসে উঠে। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ