সর্বশেষ খবরঃ

নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে শ্যামনগর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে শ্যামনগর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন
নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে শ্যামনগর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: প্রতিপক্ষদের নির্যাতনের হাত থেকে পরিত্রান পেতে শ্যামনগর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ জুলাই রাত ৮টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সাংবাদিক সম্মেলন পাঠ করেন মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর সাধন মন্ডল স্ত্রী করুনা রানী মন্ডল।

লিখিত বক্তব্যে বলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব কালিনগর জে,এল ৮১ নং মুন্সীগঞ্জ মৌজায় এস.এ ৩৬৩ নং খতিয়ানে ৩০৩২, ৩০৪০, ৩০৪১, ৩০৩৭, ৩০৩৯ নং দাগে ২.০৬ একর আমার স্বামী সাধন মন্ডল পৈত্রিক উত্তরাধিকারী ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হওয়ায় সেখানে পুকুরে মৎস্য চাষাবাদ এবং বসত ভিটায় পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছি।

উক্ত বসত বাড়ি সংলগ্ন মিষ্টি পানির পুকুর স্থানীয় পাড়া প্রতিবেশী রান্না ও খাওয়ার কাজে ব্যবহৃত করে থাকে। তাহা ছাড়া পুকুরের উৎপাদিত মাছ বিক্রি করে ঐ পুকুরটি সংরক্ষণ করা হয়। আমার পাশ্ববর্তী প্রতিবেশী অজিত মন্ডলের ছেলে শ্রী অসিম মন্ডল দিং সহ আরো ৫ জন ব্যক্তি ঐ সম্পত্তি জবর দখলের চেষ্টা করলে আমার স্বামী সাধন চন্দ্র মন্ডল দিং, বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা বরাবর ফৌঃকাঃ বিঃ ১৪৫ ধারা মতে পিটিশন- ১৫০১/২৪ ( শ্যাম) নং মামলা রুজু করে।

উক্ত মামলাটি শান্তিশৃঙ্খলা রক্ষার্থে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বরাবর এবং জমির দখল বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিবেন মর্মে সহকারী কমিশনার ( ভূমি ) বরাবর বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করে।

বিজ্ঞ আদালতে মামলার বিষয়ে আমার প্রতিপক্ষ অসিম মন্ডল দিং জানতে পেরে ৩১ জুলাই বুধবার রাত্র আনুমানিক ৩ ঘটিকায় সময় অসিম মন্ডলের নেতৃত্বে ভগবান মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল অজীত মন্ডলের ছেলে অসীম মন্ডল রাম প্রসাদ মন্ডল মৃত অমিও মন্ডলের ছেলে তাপস মন্ডল জনাব সরদারের ছেলে আব্দুল আজিজ সরদার মৃত মনিন্দ্র নাথের ছেলে কাজল কান্তি সরদার রনজিৎ মন্ডলের ছেলে প্রকাশ মন্ডল বিশ্বজিৎ মন্ডল গোবিন্দ সরদারের ছেলে বিধান সরদার সহ অজ্ঞাত নামা ভাড়াটিয়া আরো ১০/১২ জন সহকারে বেড় জাল ও খেললা জাল সহ মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে আমার স্বামীর প্রসেসিংকৃত পুকুরে প্রবেশ করে প্রায় আনুমানিক পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে নিয়েছে।

ঐ রাত্রে আমি সহ আমার স্বামী সাধন চন্দ্র মন্ডল,আমার ভাইজিদ্বয় তিন্তী মন্ডল অর্পিতা মন্ডল আমার মেয়ে রীতা মন্ডল তাদের অবৈধ মাছ ধরা কাজে বাধা দেওয়ায় তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ সম্মানহানীকর কথাবার্তা বলে প্রাণ নাশের ভয়-ভীতি হুমকি ধামকি প্রদান করে।

এসময় তাদের মধ্যে কতক ব্যক্তি দেশ ছাড়া করার হুমকি ও আস্ফালন করে। আমি সহ আমার পরিবার তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছি। স্থানীয় ভাবে কোন বিচার না পাওয়ায় আপনাদের লিখুনির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করানোর মাধ্যমে যাতে সমাজে শান্তিতে বসবাস করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

আরো খবর

দুমকীর সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা
দুমকীর সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা
শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ
শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ
শার্শায় সন্ত্রাসী হামলা চলানো কালে দুই সন্ত্রাসী আটক
শার্শায় সন্ত্রাসী হামলা চলানো কালে দুই সন্ত্রাসী আটক
মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ কান্ডে দুই যুবক গ্রেপ্তার
মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ কান্ডে দুই যুবক গ্রেপ্তার
কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ নারী আটক
কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ নারী আটক
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছেঃপ্রধান ‍উপদেষ্টা
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছেঃপ্রধান ‍উপদেষ্টা
তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
তিন মামলায় ১৫সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ