স্টাফ রিপোর্টার:: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস সোনার বারসহ বেলাল নামের (৪০) সিভিল অ্যাভিয়েশনের এক নিরাপত্তাকর্মী আটক হয়েছেন।এ সময় তার কাছ থেকে ৮০টি সোনার বার উদ্ধার হয়েছে।
শনিবার ( ৯ অক্টোবর ) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে তাকে আটক করা হয়। বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার তথ্য সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি অবতরণের পর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা বেলালকে স্বর্ণের বার সহ হাতে নাতে আটক করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।