যশোর আজ বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নারিকেল তেলের কিছু অপকারিতা

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১০, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
নারিকেল তেলের কিছু অপকারিতা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

নারিকেল তেল বা নারিকেল তৈল হচ্ছে এক ধরনের তেল যা নারিকেল গাছ থেকে সংগৃহীত নারিকেলের শাঁস থেকে নিষ্কাশন করা হয়। নারিকেল তেলের বিবিধ ব্যবহার রয়েছে। চুলের জন্য এখনও বেশিরভাগেরই ভরসা নারকেল তেল।এছাড়াও এই নারকেল তেল কিন্তু রান্নার কাজেও ব্যবহার করা হয়। ত্বকের আর্দ্রতাও বজায় রাখে নারিকেল তেল। ত্বকে কোনও রকম সংক্রমণ হয় না। এছাড়াও যে কোনও রকমের প্রদাহ কমাতেও কিন্তু সাহায্য করে এই তেল।

মুখে নারিকেল তেল লাগানোর অপকারিতা

আপনি কি জানেন মুখে নারকেল তেল লাগানোর অপকারিতাও রয়েছে। নারিকেল তেল মুখে লাগালে মুখের অয়েল সিক্রিয়েশন বাড়ে এবং মুখ সবসময় তৈলাক্ত দেখায়। এতে মুখ আঠালো থাকে, যার কারণে মুখে লেগে থাকে ধুলোবালি। মুখ তেলতেলে থাকার কারণে ও তাতে ধুলোবালি জমার কারণে মুখে ব্রণ বেড়ে যায়।বাজার চলতি বেশিরভাগ নারকেল তেলেই কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। সেগুলি মুখে লাগালে ত্বকের সমস্যা বাড়তে পারে।


নারিকেল তেল এর রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও। আসুন এবার সেগুলো জেনে নিই

উচ্চ রক্তচাপঃ প্রচুর পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট থাকার দরুণ নারকেল তেল নিয়মিত খেলে রক্তনালীর ভিতরের দিকের দেওয়ালে ফ্যাটি অ্যাসিডের চেন তৈরি হয়। ধমনীতে ফ্যাট জমে উচ্চ রক্তচাপ ও হাইপার টেনসনের সমস্যা হতে পারে।

ওজনঃ ফ্যাটের পরিমাণ বেশি থাকার কারণে প্রতি দিন নারকেল তেল খেলে স্বাভাবিক ভাবেই শরীরে মেদ জমে।ওজন বাড়ে।

ডায়রিয়াঃ নারকেল তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল ও জীবানুনাশক গুণের জন্য অতিরিক্ত নারকেল তেল খেলে ডায়রিয়া হতে পারে।

অ্যালার্জিঃ নারকেল তেল ত্বক ভাল রাখতে সাহায্য করে। কিন্তু বেশি মাত্রায় নারকেল তেল ব্যবহার করলে অ্যালার্জি হতে পারে।

তাই নারকেল তেল ব্যবহার করার সময় আমাদের সাইড এফেক্টগুলোর কথাও মাথায় রাখতে হবে।

সর্বশেষ - সারাদেশ