যশোর আজ শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নড়াইল পৌসভার কাউন্সিলর জুয়েল গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
নড়াইল পৌসভার কাউন্সিলর জুয়েল গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: নড়াইলে মিছিলে হামলার অভিযোগে মামলার সদর পৌসভার কাউন্সিলর এ জেড এম ইকবল আলম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত, এ জেড এম ইকবল আলম জুয়েল নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের হাজী মোঃ শামসুল আলমের ছেলে ও পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

শুক্রবার ( ২০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় নড়াইল সদর পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ সাইফুল ইসলাম।

পুলিশ জানা যায়, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট সদর উপজেলা নাকশি বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল -২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ ৯০ জনের নামে উল্লেখ করে একটি মামলা হয়। গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব

মুজাহিদুর রহমান পলাশ। মামলার কাউন্সিলর জুয়েল ৩৪ নাম্বার আসামি ছিলেন, শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে মামলার কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - সারাদেশ