নড়াইল জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা কালে ওয়ারেন্ট মূলে পচিশজন ( নড়াইল সদর-দুই, লোহাগড়া-দুই, নড়াগাতী-এগার ),নিয়মিত মামলায় গ্রেফতার ছয়জন ( নড়াইল সদর ),নাশকতা মামলায় গ্রেফতার দুইজন (লোহাগড়া-এক, নড়াগাতি-এক ), প্রতারনা মামলায় গ্রেফতার দুইজন ( নড়াইল সদর ) মোট পচিশজন আসামি গ্রেফতার হয়েছে।
ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর নড়াইল জেলা পুলিশ।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় নড়াইলবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলেছে। এরই ধারা বাহিকতায় বিভিন্ন অপরাধে ২৫জনকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়।