যশোর আজ শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নড়াইলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মানব বন্ধন

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২৩, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
নড়াইলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মানব বন্ধন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগস্ট ( শুক্রবার ) সকাল এগারোটার দিকে সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে নড়াইল পুরাতন বাস টার্মিনাল চত্বরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক দের উপর হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

উপস্থিত মানব বন্ধনে সাংবাদিকরা বলেন,সাংবাদিকদের কোনো দল নেই তারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে থাকেন। কোনো সংবাদ যদি কারো বিপক্ষে যায় তার মানে এই নয় যে, সাংবাদিক ইচ্ছা করে এটা করেছে। সাংবাদিক তার তথ্য প্রমানের ভিত্তিতে এটা করলে যদি কারো গায়ে লেগে যায় সেটার জের ধরেই অপরাধীরা সাংবাদিকদের নামে বদনাম,তাকে গুম, হত্যা এবং সাংবাদিকের প্রতিষ্ঠাণ জ্বালাও পোড়াও ও ভাংচুর করে থাকে সেটা অন্যায়। আর এ কারনেই সাংবাদিকতার পূর্ণ স্বাধীনতাও চান তারা।

এময় উপস্থিত ছিলেন নড়াইল কালের কণ্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম,নড়াইল প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক, নিউজ২৪ এর খাইরুল আরেফিন রানা,বাংলাদেশ প্রতিদিনের সাজ্জাদ, নড়াইল কণ্ঠের কাজী হাফিজ,আরটিভি প্রতিনিধি কামাল, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস,সাংবাদিক স্বজল খান, সাংবাদিক নিলুু,সাংবাদিক আজিজুর,সাংবাদিক আবু তাহের,প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ