
উজ্জ্বল রায় :: নড়াইল সদর থানায় সর্বস্তরের জনগণের সাথে জুয়া, সন্ত্রাস, মাদক ইভিটিজিং ও বাল্যবিবাহ বিরোধী” আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ১১ নভেম্বর ) বিকালে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে সুলতানমঞ্চ, বাধাঁঘাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম,পুলিশ সুপার, নড়াইল।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,নড়াইল ক্রীড়া, সংস্কৃতি ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আপনারা যদি মারামারি, কাইজ্যা করেন, তবে ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, আপনারা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা আপনাদের পাশে রয়েছে। আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে চাই। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না। কেউ অন্যায় করলে তা আইনি প্রক্রিয়ায় শক্ত হস্তে দমন করা হবে। আমরা একটি শান্তিপূর্ণ সমাজে একসাথে চলতে চাই, আর কোন মারামারি হানাহানি নয়।
তিনি সকলকে, জুয়া, সন্ত্রাস, মাদক. সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রোপাগাণ্ডা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট থেকে বিরত থাকাসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে সরে আসার জন্য আহবান করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ) নড়াইল, মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ), নড়াইল, মোঃ সাজেদুর ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল, কামরুল ইসলাম, পুলিশ পরিদর্শক ( টিআই অ্যাডমিন ) ট্রাফিক বিভাগ, নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা রূপগঞ্জ শিল্প, বণিক সমিতি ও অন্যান্য ব্যবসায়িক, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।