
সাগর কুমার বাড়ই ( খুলনা ) জেলা প্রতিনিধি :: খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন এই দেশকে এগিয়ে নিতে শুধু রাজনীতি নয়, খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।
ফুটবল আমাদের তরুণ সমাজের প্রাণের স্পন্দন। যে মাঠে শিশুরা দৌড়ায়,সেই মাঠেই জন্ম নেয় শক্তি,শৃঙ্খলা আর নৈতিকতা। আমাদের দেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে দরকার সঠিক পরিকল্পনা, আধুনিক প্রশিক্ষণ এবং দুর্নীতিমুক্ত ক্রীড়া কাঠামো।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা খুলনা-৪ এ প্রতিটি ইউনিয়নে ফুটবল মাঠ সংরক্ষণ, নতুন মাঠ নির্মাণ এবং প্রতিভা খোঁজার একাডেমি গড়ে তোলার উদ্যোগ নেবো। কারণ খেলাধুলা শুধু বিনোদন নয় এটা সমাজ গড়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
তিনি বলেন আমরা চাই তরুণরা মোবাইল আসক্তি নয়,মাঠে ফিরে যাক, ফুটবলে নিজেদের ভবিষ্যৎ গড়ুক।এই দেশের ফুটবল আবার জেগে উঠবে যদি আমরা সবাই মিলে পরিবর্তনের পাশে দাঁড়াই, উন্নয়নের সঠিক পথে হাঁটি, আর ধানের শীষকে বিজয়ী করি।
রবিবার ( ২৩ শে নভেম্বর ) বিকালে খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সমাজসেবক মাঈনুল হাসান টুটুলের স্বত্বাধিকারী নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও এসবি আলী ফুটবল একাডেমি খালিশপুর।খেলা নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে এসবি আলী ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিসিবির পরিচালক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,যুগ্ম আহবায়ক জেলা মোল্যা খায়রুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বনি আমিন সোহাগ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ খান,যুবদল নেতা মুন্না সরদার,সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,আসাদুর রহমান পাইক,হাবিবুর রহমান বেলাল,রেজাউল ইসলাম রেজা তাফসিরুজ্জামান,হোসেন,নয়ন,সুজন প্রমূখ।