বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল স্থল বন্দরের উন্নয়ন প্রকল্পে ( ভ্যাহিক্যাল টার্মিনাল )সীমাহিন দূর্নীতির প্রতিকার চেয়ে বিবৃতি চাওয়ায় স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর রহমান ও তার অপকর্মের দোসর বেনাপোল স্থল বন্দরের সাবেক পরিচালক রেজাউল করিমের নিল নকশায় দৈনিক নোয়াপাড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইনের নামে পাল্টা মামলা দিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ বলে জানিয়েছেন ভূক্তভোগী সাংবাদিক।
স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক ( প্রশাসন )শাহিদা শারমিন বে আইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া সরকারী কাজে বাঁধা প্রদান ও হুমকী দেওয়ার অভিযোগ এনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন। বেনাপোল পোর্টথানার মামলা নং- ৫/২৮১ ও তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪, ধারা- ১৪৩/ ১৮৬/৫০৬। সুমন হোসাইন বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।
এর আগে মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর ) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেনাপোল পোর্টথানা আমলী আদালতে প্রাননাশের হুমকি ও চাঁদা দাবীর অভিযোগ এনে মামলা দাখিল করেন বাদী সুমন হোসেন। বিজ্ঞ আদালতের বিচারক বাদীর অভিযোগটি আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সি আইডি কে নির্দেশ দেন।
মামলার বিষয়ে ভূক্তভোগী সাংবাদিক সুমন হোসাইন যশোর পোস্ট প্রতিনিধিকে জানান,দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি কামাল হোসেন তাকে বেনাপোল স্থবন্দরের টার্মিনালের চলমান কাজের দূর্নীতির ভিডিও চিত্র ধারনকৃত সংবাদ দিয়ে পত্রিকায় নিউজ করতে বলেন।
সেমত সে ঘটনাস্থলে গিয়ে চলমান কাজের অনিয়মের চিত্র ধারন করে নিউজ সংক্রান্তে স্থলবন্দরের চেয়ারম্যনের বক্তব্য জানতে চান। এতে করে তাদের অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে চেয়ারম্যান ও রেজাউল করিম তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মামলায় ফাঁসানোর কথা বলে। তিনি নিজ নিরাপত্তাজনীত কারনে আদালতের শরানাপন্ন হন ও হুমকীদাতাদের নামে মামলা করেন।
এ ঘটনায় আক্রোশবসত ১ দিন পরেই আমার নামে বন্দর কর্তৃপক্ষ মিথ্যা অভিযোগ তুলে পাল্টা মামলা করেন। এমনকি আসামীরা সাংবাদিকদের প্রভাবিত করে পত্রিকা ও অনলাইন পোর্টালে মানহানীকর বানোয়াট সংবাদ প্রকাশ করাচ্ছেন। তাদের এহেন ঘৃনীত কান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের উর্দ্ধতণদের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী সাংবাদিক।