স্টাফ রিপোর্টার:: খুলনায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
মঙ্গলবার( ০২ জানুয়ারি ২০২৪ )সকালে জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম ( বার ),পিপিএম, অতিরিক্ত আইজিপি,গ্রেড-১, মহাপরিচালক, র্যাব ফোর্সেস, হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয় র্যাব-৬, খুলনা পরিদর্শন করেন।
এসময় মহাপরিচালক মহোদয় পরিদর্শনকালে র্যাব-৬ সদর দপ্তরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
পরবর্তীতে, মহাপরিচালক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মহাপরিচালক মহোদয় বলেন প্রতিবছর শীতের তীব্রতায় এবং শৈত্য প্রবাহে দেশের স্বল্প আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে কষ্ট করে থাকে। বিশেষ করে এই এলাকার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ তীব্র শীতের প্রকোপে অধিক কষ্ট ভোগ করে থাকে। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেস, হেডকোয়ার্টার্স, ঢাকা এর অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস্ জনাব মোঃ মাহাবুব আলম, বিপিএম, পিপিএম, বিপিএমএস ( বার ), কমান্ডার,খন্দকার আল মঈন বিপিএম ( বার) ,পিএসসি, পরিচালক,লিগ্যাল এন্ড মিডিয়া উইং, র্যাব ফোর্সেস সদর দপ্তর, লেঃ কর্নেল মোঃ ফিরোজ কবির,পিপিএম, পিএসসি,অধিনাায়ক,র্যাব-৬, খুলনা সহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।