খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি:: প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২৬সেপ্টেম্বর ) বিকালে খাগড়াছড়ি সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। এ সভায় পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন,আগামী ৯ই অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,সুন্দর ও উৎসবমুখর করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা করা হয়।এতে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ৬১টি পুজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোতে যাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকে,সে লক্ষ্যে খাগড়াছড়ি পুলিশ নিরলসভাবে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, দুর্গাপূজায় যাতে কোনো সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। নিরাপত্তার জন্য প্রত্যেকটা পূজামন্ডপে যেন সিসিটিভি সংযুক্ত রাখ এবং নিরাপত্তার বলয়ের মধ্যদিয়ে দুর্গাপূজা উদযাপন করার জন্য আহ্বান জানানো হয়। আযানের সময় মাইকের শব্দ,বাদ্যযন্ত্ৰ সংযত ও নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন ) মাহমুদা বেগম,জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএন আবছার,অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদার,সহকারী পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল বাতেন মৃধা,জেলা পুলিশের ডিআইওয়ান মোঃ আনোয়ার হোসেনসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।