চন্দন মিত্র ( দিনাজপুর ) প্রতিনিধি :: সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। রবিবার ( ২৭ জুলাই ২০২৫ ) ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি আগামী ৩ বছরের জন্য ৫ টি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহনের নিমিত্তে তফসিল ঘোষণা করে।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ দিলাওয়ার হোসেন শাহ্,সহকারী নির্বাচন কমিশনার মোঃ আরিফুর রহমান ও মোঃ সাফায়েত হোসেন সজিব স্বাক্ষরীত ঘোষিত তফসিলে ভোট গ্রহণ করা হবে ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার।
খসড়া ভোটার তালিকা বিষয়ে ২৯ জুলাই ২০২৫ সোমবার বিকাল ৫ টা পর্যন্ত আপত্তি গ্রহন করা হবে। ৩০ জুলাই ২০২৫ বুধবার বিকাল ৫ টা পর্যন্ত আপত্তি নিষ্পত্তি ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ১ আগস্ট ২০২৫ শুক্রবার বিকাল ৫ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
২ আগস্ট ২০২৫ শনিবার মনোনয়ন পত্র বিতরণ শুরু ও বিকাল ৫ টা পর্যন্ত বিতরণ শেষ করা হবে। ৪ আগস্ট সোমবার বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল/জমাদানের শেষ তারিখ। ৬ আগস্ট ২০২৫ বুধবার দুপুর ১২.৩০ পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ। ৭ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৯ আগস্ট শনিবার দুপুর ২.৩০ টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
আগামী ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার সকাল ১১ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত ( দুপুর ১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নামাজের বিরতি )ভোট গ্রহণ করা হবে।
ঘোষিত তফসিলের যে কোন তারিখ প্রয়োজনে পরিবর্তন ও সংযোজন করার অধিকার নির্বাচন পরিচালনা কমিটি সংরক্ষণ করে।
নির্বাচন সংক্রান্ত যে কোন তথ্য প্রয়োজনে সকাল ১১ টা হতে দুপুর ১ টা ও বিকাল ৬ টা হতে রাত ৮ টা পর্যন্ত অফিস সময়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট প্রতিদিন জেনে নেয়া যাবে।