চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি ) দিনাজপুর বীজ বিপনন কেন্দ্রটি স্থানীয় দলীয় নেতাদের মাধ্যমে পরিচালনা করার অভিযোগ উঠেছে উপ-পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে।
জানা গেছে ২০২৩ সালে রানীসংকৈল উপজেলার ৩১ জনের নিকট পর্যায়ক্রমে মোট ৬৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে জাল কাগজপত্র দিয়ে তাদেরকে ডিলার নিয়োগ দেন। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পেলে ৩১ ডিলারের পক্ষে দিনাজপুর জেলা দায়রা জজ আদালতে একটি প্রতারণা মামলা করেন জয়নাল আবেদীন। যার মামলা নং-৬৬/২৩।
এরপর ভুক্তভোগী ডিলাররা মৌখিক ভাবে উপ-পরিচালক আব্দুর রশিদ ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাহবুবা আক্তারের সাথে কয়েকবার আলোচনা করার পরেও কোন সুরহা পাননী।
পরবর্তীতে ডিলার উপ-পরিচালক আব্দুর রশিদসহ ঘটনার সাথে জড়িতদের আসামী করে প্রতারনার দায়ে ডিলারদের পক্ষে জয়নাল আবেদনী বাদী হয়ে দিনাজপুর আদালতে একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে উপ-পরিচালক আব্দুর রশিদের মুঠোফোনে কল করা হলে তিনি বিষয়টি নিয়ে কোন কথা বলবেন না বলে জানান।