চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে আটক গাইবান্ধা -২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মনোয়ার কবিরকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার ( ১৬এপ্রিল ) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে দুপুর ১২টায় পুলিশ সুপার প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাঁকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের দেয়া সাক্ষাতকারে এ তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন ,গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার বড় বোনের বাসা থেকে গাইবান্ধা-২আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে আটক কড়া হয়।
সে গাইবান্ধার এজাহারের তালিকাভুক্ত আসামি।তার বিরুদ্ধে সেখানে দুটি মামলা রয়েছে। গাইবান্ধা জেলা পুলিশ প্রিজন ভ্যান করে তাঁকে গাইবান্ধা নিয়ে যাবে।