চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের দশমাইল রৎপুর হাইওয়ে সড়কে বাসের ধাক্কায় মোঃ মুন্না ( ২৪ )নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে ।
ঘটনার সত্যতা স্বীকার করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানায় নিহত মটর সাইকেল আরোহী দিনাজপুর খানসামা উপজেলার ভাবকি গ্রামের মোঃ মমতাজের ছেলে । শনিবার দুপুর আনুমানিক ১টার সময় রৎপুর একটি বাস রামডুবি সংলগ্ন এলাকায় একটি মটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী মুন্না ঘটনাস্থলে নিহত হয় ।
এ সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক আহত হয়েছেন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে লাস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে প্রেরণ করেন। ঘটনাস্থল থেকে ঘাতক ড্রাইভার নুরন্নবী ও বাসটি আটক করা হয়েছে বলে তিনি আরো জানান।