সর্বশেষ খবরঃ

দিনাজপুরে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন শীর্ষক যুব কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন শীর্ষক যুব কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন শীর্ষক যুব কর্মশালা অনুষ্ঠিত

চন্দন মিত্র( দিনাজপুর )প্রতিনিধি:: ‘স্থানীয় জনগণ বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী ( নৃ-গোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য ব্যক্তি এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী ) মধ্যে গ্রাম আদালত ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে যুবারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

স্থানীয় যুবদের সক্রিয় অংশগ্রহণ ও তাদের কার্যক্রমের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখা সম্ভব হয়। এতে করে অতি সহজেই বিভিন্ন বিরোধ ও বিবাদ ইউনিয়ন পর্যায়ে নিষ্পতি করতে পারবে গ্রামের মানুষজন।’ – বলেন কর্মশালায় অংশগ্রহণকারী বক্তরা।

আজ ১২ ডিসেম্বর, ২০২৪ দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন’ শীর্ষক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ নূর-এ- আলম, উপপরিচালক ( অতিরিক্ত দায়িত্ব )স্থানীয় সরকার শাখা দিনাজপুর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, দিনাজপুর উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে ছিলেন ফারহানা ফেরদৌসি শিউলি, সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা দিনাজপুর, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা তথ্য অফিসার, সুমন ফ্রান্সিস গোমেজ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ এনালিস্ট, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ইউএনডিপি, শামীমা আক্তার শাম্মী, জেন্ডার এনালিস্ট, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, মোঃ আবু বককর সিদ্দিক ( আবু ), ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আওতাধীন স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায় ) প্রকল্প’ আয়োজিত এই কর্মশালায় দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন’ বিষয়ক যুব কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় বিভিন্ন যুবদল যারা যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার সাথে জড়িত তাদের গ্রাম আদালত ও এর এখতিয়ারভুক্ত বিচরিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা। যেনো তারা নিজ পরিবার, এলাকায় ও শিক্ষাকেন্দ্রে গ্রাম আদালেতের কথা প্রচার করতে পারে ।কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

কর্মশালায় অংশগ্রহণকারী যুবরা বলেন, এই কর্মশালায় এসে তারা গ্রাম আদালত ও এর বিচারিক সেবা সম্পর্কে জানতে পেরেছেন। এখন তারা গ্রামের মানুষজনকে গ্রাম আদালতে গিয়ে বিরোধ ও বিবাদ নিষ্পত্তিতে উৎসাহিত করতে পারবে। সকলেই স্থানীয় সরকার, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নকে এই ধরণের কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প ৬১ জেলার ৪৬৮টি উপজেলায় ৪,৪৫৩টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় গ্রাম আদালত সম্পর্কে যুবদের সচেতনতা তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশাসন ও অংশীজনদের অংশগ্রহণে জেলা পর্যায়ে প্রশাসনের নের্তৃত্বে গ্রাম আদালত বিষয়ক জেন্ডার চ্যাম্পিয়ন কর্মশালার আয়োজন করা হচ্ছে।

এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে যুবরা জেন্ডার চ্যাম্পিয়ন হিসেবে তাদের পরিবারে, এলাকায়, শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে প্রচার-প্রচারণায় সহোযোগীতা করতে সক্ষম হবে। এতে করে স্থানীয় জনগণ বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী গ্রাম আদালতের সেবা গ্রহণের মাধ্যমে স্থানীয়ভাবে সহজে, কম খরচে,দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম হবেন।

আরো খবর

দুবলার চরে 'রাস পূর্ণিমা পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
দুবলার চরে রাস পূর্ণিমা পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার
হাতিয়ায় ৬ হাজার ৪শত কেজি জাটকা জব্দ
হাতিয়ায় ৬ হাজার ৪শত কেজি জাটকা জব্দ
মণিরামপুরে জামায়াত প্রার্থী গাজী এনামুল হকের নির্বাচনী গণ সংযোগ
মণিরামপুরে জামায়াত প্রার্থী গাজী এনামুল হকের নির্বাচনী গণ সংযোগ
দুমকিতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের কলাবাগান কেটে ফেলার অভিযোগ
দুমকিতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের কলাবাগান কেটে ফেলার অভিযোগ
পরিদর্শক পদে পুলিশের ২৭৩ জন এস আই এর পদোন্নতি
পরিদর্শক পদে পুলিশের ২৭৩ জন এস আই এর পদোন্নতি
বগুড়া-০৪ আসনে ধানের শীষের টিকেট পেলেন মোশাররফ
বগুড়া-০৪ আসনে ধানের শীষের টিকেট পেলেন মোশাররফ
গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার