
চন্দন মিত্র( দিনাজপুর ) প্রতিনিধি:: দিনাজপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পার্টি ও চোর চক্রের ৬সদস্যকে গ্রেফতার করেছে। গত রবিবার সন্ধা থেকে সোমবার সকাল পর্যন্ত ডিবি কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ।
এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল ,চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং দেড় লক্ষ টাকা জব্দ করা হয় ।
আটককৃতরা হলো পঞ্চগড় কাশিমপুর এলাকার মোঃ আব্দুল জব্বার(৪৮),কমলাপাড়া আক্তারুজ্জামান(৪০),বক্রিমপুরের আইয়ুব আলী (৫০),মোহাম্মদপুরের মোঃতরিকুল ইসলাম (৫২),কাহারোল ছাতোইল এলাকার শ্রী ফুলেন চন্দ্র রায় (৫৬) এবং পঞ্চগড় বলরামপুর এলাকার মোঃ মাসুদ রানা (৪০)।সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ডিবির অফিসার ইন চার্জ মোহাম্মদ আলমগীর পিপিএম।
তিনি বলেন রবিবার ( ১৭ আগস্ট )সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে কাহারোল থানা পুলিশের সহযোগিতায় কাহারোল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পার্টি ও চোর চক্রের সক্রিয় ৬সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে নগদ অর্থসহ চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চোরাই মালামাল উদ্ধার কড়া হয়।
আসামিদের চুরির অভিনব কৌশল সম্পর্কে তিনি বলেন ধৃত আসামিরা বিভিন্ন বসতবাড়িতে গভীর রাতে পানির ট্যাংক, টিউবওয়েলের পানিতে ঘুমের ট্যাবলেট মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে গ্রিল কেটে বা অন্য উপায়ে বাসায় প্রবেশ করে টাকা,সর্নালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যেত।