চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি:: বুধবার( ৪ ডিসেম্বর-২০২৪ )পরিবেশ অধিদপ্তর,দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও পার্বতীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় পার্বতীপুর উপজেলার ১ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯ ) এর বিভিন্ন ধারা লংঘন করায় পার্বতীপুর উপজেলার সুলতানপুরস্থ মেসার্স ফাইভ স্টার ব্রিকস এর স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলামের ইট ভাটায় ১,০০,০০০/-( এক লক্ষ টাকা ) অর্থদণ্ড আরোপ এবং নগদ আদায় করা হয়।
মোবাইল কোর্টে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন পার্বতীপুর থানা পুলিশ৷ অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সকল কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিবেশের সুরক্ষার এরূপ কার্যক্রম চলমান থাকবে।