স্টাফ রিপোর্টার :: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জেলা বিএনপির অনুমতি না নিয়ে বেনাপোলের কাগজপুকুর গ্রামে সমাবেশ করায় বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। একই সাথে কেন তাদেরকে বহিষ্কার করা হবেনা জানতে চেয়ে ৩ দিনের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব বরাবর জবাব দিতে বলা হয়েছে।
বিএনপির দলীয় পদ স্থগিত হওয়া তোরা হলো-বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও কাগজপুকুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী।
বুধবার( ২৭ নভেম্বর ২৪) যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
উল্লেখ্য,গত মঙ্গলবার (২৬ নভেম্বর ) রাতে শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্স বাধলে কাগজপুকুর গ্রামের বিএনপি নেতা সোহারাব হোসেন নিজ দলীয় তোকর্মীদের হাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।