সর্বশেষ খবরঃ

তিস্তার ওপর নির্মিত “মওলানা ভাসানী” সেতুর উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

তিস্তার ওপর নির্মিত “মওলানা ভাসানী” সেতুর উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
তিস্তার ওপর নির্মিত “মওলানা ভাসানী” সেতুর উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পঁাচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতুর উদ্বোধন করা হয়।

বুধবার ( ২০ আগস্ট ) দুপুরে এ সেতুর উদ্বোধন করেন অন্তর্বতীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেতু উম্মোচনের পরপরই দোআ করেন সুন্দরগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃমুফতি মোঃ ওমর ফারুক। এরপর সেতুর সুন্দরগঞ্জের হরিপুর প্রবেশমুখে ফিতা কেটে সেতুর দ্বার খুলে দেওয়া হয়।

এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস এবং স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন জেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ ছাড়াও সেতু নির্মাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ উপদেষ্টার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সেতুটির মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাথে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া নদীর উভয় তীরের সংযোগসহ উন্নত রোড নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটবে। এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নসহ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

এদিকে; মওলানা ভাসানী সেতু উদ্বোধনকে কেন্দ্র করে গাইবান্ধা ও কুড়িগ্রামের দুই অঞ্চলেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ভোর থেকেই তিস্তা পাড়ে ভিড় জমাতে থাকেন দুই জেলার শতশত দর্শনার্থী এবং সুন্দরগঞ্জ-চিলমারী উপজেলার হাজারো সাধারণ মানুষ। কেউ পরিবারের সঙ্গে, কেউবা দল বেঁধে আসেন জীবনের ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে এই আনন্দে তাদের চোখে-মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর গর্বের আলো।

এরআগে, গত ১০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সেতুটির নামকরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, ১৪৯০ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার সেতুটি হবে ‘মওলানা ভাসানী সেতুথ গাইবান্ধা।

উল্লেখ্য; বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ এবং ৯.৬০ মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা ২টি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু। সেতুর পাশাপাশি নির্মিত হয়েছে প্রায় ৮০ কিলোমিটার এক্সেস সড়ক, ৫৮টি বক্স কালভার্ট ও ৯টি আরসিসি সেতু।

সেতুটি চালু হওয়ায় গাইবান্ধা-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় আসবে বড় পরিবর্তন। স্বল্প খরচে কৃষি ও শিল্পপণ্যের পরিবহন সম্ভব হবে। গড়ে উঠবে ছোট-মাঝারি শিল্প কারখানা।

ঢাকাসহ দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ভুরুঙ্গামারী স্থলবন্দরের দূরত্ব কমবে ৪০-১০০ কিলোমিটার। পর্যটনেও নতুন সম্ভাবনা তৈরি হবে। যা এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো খবর

জামালপুরে মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের ২৬ তম মৃত্যুবার্ষিকী উদযাপন
জামালপুরে মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উদযাপন
শ্যামনগর ও আশাশুনি আসন একীভূতকরণের প্রতিবাদে স্বারকলিপি প্রদান
শ্যামনগর ও আশাশুনি আসন একীভূতকরণের প্রতিবাদে স্বারকলিপি প্রদান
তিস্তার ওপর নির্মিত “মওলানা ভাসানী” সেতুর উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
তিস্তার ওপর নির্মিত “মওলানা ভাসানী” সেতুর উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
দুমকিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দুমকিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবায় ধাত্রী পরিচালিত সেবার অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা
প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবায় ধাত্রী পরিচালিত সেবার অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা
শ্যামনগরে বিএনপির মানববন্ধন
শ্যামনগরে বিএনপির মানববন্ধন
বেনাপোলের আজিজ মিষ্ঠান্ন ভান্ডারকে জরিমানা
বেনাপোলের আজিজ মিষ্ঠান্ন ভান্ডারকে জরিমানা
দুমকি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
দুমকি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন