স্টাফ রিপোর্টার :: কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
সোমবার রাত ৩টা ৩০ মিনিটে রাজাপুর রেল স্টেশনের আউটার সিগনালে প্রবেশের আগে বগি তিনটি লাইনচ্যুত হয়।
লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার জানান, উদ্ধার কাজ চলছে। বেলা সাড়ে ১১টার মধ্যে উদ্ধার কাজ শেষ হতে পারে।