যশোর আজ রবিবার , ৩১ জুলাই ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১০সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
জুলাই ৩১, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ
ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১০সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১০সদস্য গ্রেফতারসহ ৯টি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়েছে।

শনিবার ( ৩০ জুলাই ) শহরের উপশহর ডিগ্রী কলেজ এলাকায় ডিবি সদস্যরা অভিযান চালিয়ে মটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। এ সময় ৬টি বিভিন্ন ব্রান্ডের মোটর সাইকেল উদ্ধার হয়।

পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি মতে মাগুরা ও ফরিদপুর জেলায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের আরো তিন সদস্য গ্রেফতার সহ ৩টি মোটর সাইকেল উদ্ধার হয়।

রবিবার ( ৩১জুলাই ) যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া প্রেসব্রিফিং এ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার সহ চোরাই মোটর সাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো খুলনা জেলার ফুলতলা থানাধীনগাড়াখোলা গ্রামের মৃত জাকিরের ছেলে মোঃ আক্তার হোসেন ( ৪১),যশোর জেলার কতোয়ালী থানাধীন বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ শহিদুল শেখ (৪০), একই জেলা ও থানাধীন মৃত আবু সাঈদের ছেলে শুকুর আলী রানা ( ২৮),খোলাডাঙ্গা তেলপুকুর এলাকার তৈয়ব আলী সর্দ্দারের ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন (২৬)।

একই জেলার বাঘারপাড়া থানাধীন নওয়াপাড়া গ্রামের মৃত মাহাতাব শিকদারের ছেলে ইব্রাহীম ( ৩৮),নড়াইল জেলার লোহাগাড়া থানাধীন ব্রক্ষানীনগর গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলেআল আমিন ( ৩০)।

মাগুরা জেলার সদর থানাধীন বজরুক শ্রীকুন্ডি গ্রামের আরব আলী শেখের ছেলে মোঃ সজীব শেখ ( ৩০), একই জেলার মোহাম্মদপুর থানাধীন জামা দেওলী গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ সুজন (২২), একই জেলার সদর থানাধীন বজরুক শ্রীকুন্ডি গ্রামের সাখাওয়াতের ছেলে নয়ন মোল্লা ( ২৮) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন জোনাসোর গ্রামের সৈয়দ কাজীর ছেলে মুন্না কাজী (২০)।

এ সংক্রান্তে এস আই মফিজুল ইসলাম পিপিএম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় পৃথক এজাহার দায়ের করেন। কোতয়ালী থানার নং-১০৩ ও তারিখ ৩১-৭-২০২২ইং বলে প্রেসব্রিফিং হতে আরো জানা যায়। সংবাদ লেখাকালীন সময়ে গ্রেফতারকৃতদের কোর্টহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - সারাদেশ