সিনিয়র রিপোর্টার :: কুমিল্লায় ট্রাক্টর উল্টে পানিতে পড়ে তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বল্লববাড়িয়া এলাকার মোঃ বাবুল মিয়া (২২),মোঃ হাসান (২৩) ও মোঃ টুটুল (২২)। তারা রোয়াচালা এলাকার একটি ভাটায় ইট আনার জন্য যাচ্ছিলেন।
শনিবার ( ৯ এপ্রিল ) ভোর ৫ টায় জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুরাদনগর থানার ওসি আবুল হাশেম দূর্ঘ টনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টর উল্টে খালের পানিতে পড়ে যায়।ট্রাক্টরে থাকা লোক গুলো উল্টে যাওয়ায় ট্রাক্টরের নিচে আটকে যায়, ফলে তারা শ্বাস বন্ধ হয়ে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চালক ও তার সঙ্গে থাকা দুজন শ্রমিক ট্রাক্টরের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে।
Discussion about this post