সর্বশেষ খবরঃ

ট্যাগিংকৌশল রপ্তে মেধা শূন্য হচ্ছে রাজনীতি

ট্যাগিংকৌশল রপ্তে মেধা শূন্য হচ্ছে রাজনীতি
প্রতিকী ছবি

রাজনীতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি সমাজ বা রাষ্ট্র তার শাসন ব্যবস্থা,আইন,নিতী ও সিদ্ধান্ত নির্ধারন করে এবং জনগনের কল্যাণ সাধন করে। রাজনীতি হলো রাষ্ট্র পরিচালনার বিজ্ঞান ও কৌশল,যার মাধ্যমেসমাজের শাসনব্যবস্থা ,নীতি নির্ধারণ,ক্ষমতার বন্টন এবং জনস্বার্থ রক্ষার প্রক্রিয়া নির্ধারিত হয়। যুগ যুগ ধরেই অনেকই এই নিতীর চর্চা করে সমাজে সুপরিচিতি পেয়ে আলো ছড়িয়েছেন দেশ গড়নে। আবার কেউ কেউ এর খারাপ প্রয়োগে আস্তাকুড়ে পৌঁছেছেন।

বর্তমান সমাজ ব্যবস্থায় যারা রাজনৈতিক চর্চা করেন বা কর্মকান্ডে নিজেকে জড়িয়ে সমাজের মানুষের কাছে সুপরিচিত বা জনপ্রিয় হতে চান তাদেরকে ধরাশায়ী করতে “ ট্যাগিং” কৌশল খুব কার্যকরী হয়ে ওঠেছে। তিন অক্ষরের ছোট শব্দটি আপনাকে পৌছে দিবে অতল সুমুদ্রের তলদেশে।একজন দক্ষ রাজনীতিবিদের মেধা ও প্রঙ্গা অঙ্কুরে বিনিষ্ট হলেও তাতে অশুভ শক্তির কোন যায় আসেনা।

“ ট্যাগিং অপকৌশল” বলতে সাধারণত কাউকে অন্যায়ভাবে কোন নির্দিষ্ট পরিচয়,লেবেল, রাজনৈতিক মতাদর্শ,অপরাধ বা উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে তার ভাবমূর্তি নষ্ট করার কৌশলকে বোঝায়। রাজনীতি,সামাজিক যোগাযোগ মাধ্যম,প্রতিষ্ঠানিক পরিবেশ বা ব্যাক্তিগত জীবনে এই অপকৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

বিশ্বব্যাপী রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত বদলে যাচ্ছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবাযু পরিবর্তন,অভিবাসন সঙকট এবং আঞ্চলিক দ্বন্দ রাজনীতিকে নতুন চ্যালেঞ্জার মুখো মুখি করছে। রাজনৈতিক দলগুলোকে জনগণের চাহিদা পূরণ,স্বচ্ছতা বজায় রাখা এবং কার্যকর শাসন নিশ্চিত করার জন্য নতুন কৌশল গ্রহণ করতে হচ্ছে।দুর্নীতি ও জবাবদিহিতার সংকট,মেরুকরণ ও সামাজিক বিভাজন,ভুয়া তথ্য ও প্রচারণা,অর্থনৈতিক বৈষম্য,মানবাধিকার লঙ্ঘন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান,স্বচ্ছ প্রমাসন,সুমীল সমাজের ভূমিকা এবং নাগরিকদের রাজনৈতিক সচেতনতা অপরিহার্য।

রাজনিতী শুধু ক্ষমতার লড়াই নয়,রাষ্ট্র ও সমাজের কল্যাণ নিশ্চিত করার পক্রিয়া। কার্যকর রাজনিতী উন্নয়ন,শান্তি,আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ট্যাগিং এ পথের প্রধান অন্তরায়। অপ্রমাণিত ট্যাগ বা লেবেল কারো ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বড় ধরনের ক্ষতি করে। এতে ব্যাক্তির সুনামনষ্ট হয়।

ট্যাগিং এ সামাজিক বিভাজন বাড়ে। যুক্তিনির্ভর আলোচনাকে বাধাগ্রস্থ করে।সমাজে ভুয়া তথ্য ও গুজব ছড়ায়। ট্যাগিং এর কবলে ব্যাক্তির মানসিক চাপ বাড়ে ও সামাজিক নিরাপত্তাহীন হয়ে পড়ে। ন্যায় বিচার ব্যাহত হয়। গনতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্থ হয়। সৃষ্টিশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতা কমে যায়।

বাংলাদেশে সাম্প্রতিক রাজনীতিতে ট্যাগিং অপকৌশল ব্যবহার করে অণেক মেধাবী রাজনীতিবীদকে সহসায় ধরাশায়ী করার প্রবণতা বেড়েছে,যা সমাজের জন্য অত্যান্ত ভয়ানক ও রাষ্ট্রের জন্য ক্ষতিকরও বটে। একজন মেধাবী রাজনীতিবীদ বিশদ বিশ্লেষণ,তথ্যভিত্তিক চিন্তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনারমাধ্যমে উন্নয়নবান্ধব নীতি তৈরি করতে পারেন। তাদের দূরদর্শিতা একটি দেশকে অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিকভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

কুটনীতিতে দক্ষ,শিক্ষিত ও মেধাবী রাজনীতিবিদ দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখেন। তারা যুক্তি কৌশল ও কুটনৈতিক দক্ষতার মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন,আন্তর্জাতিক সহযোগিতা, নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধা এসব ক্ষেত্রে দেশের অবস্থান শক্তিশালী করে।

দেশের রাজনৈতিক সংস্কৃতি সুস্থ ও কার্যকর রাখতে মেধাবী নেতৃত্বের বিকাশ এবং তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মেধাবী রাজনীতিবীদ গড়ে তুলতে ট্যাগিং অপকৌশল রুখে দিতে হবে,তবেই সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

লেখক- মাহমুদুল হাসান

বিঃদ্রঃ লেখাটিতে সম্পূর্ণ লেখকের নিজিস্ব চিন্তা ও মতামত তুলে ধরা হয়েছে। ভুল-ত্রুটির জন্য প্রকাশক দায়ী নহে।

আরো খবর

জাতীয় ছাত্রশক্তির হাতিয়া উপজেলা কমিটি ঘোষণা
জাতীয় ছাত্রশক্তির হাতিয়া উপজেলা কমিটি ঘোষণা
ট্যাগিংকৌশল রপ্তে মেধা শূন্য হচ্ছে রাজনীতি
ট্যাগিংকৌশল রপ্তে মেধা শূন্য হচ্ছে রাজনীতি
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
হরণী ইউনিয়ন পরিষদ সচিবের অপসারণ দাবিতে হাতিয়ায় মানববন্ধন
হরণী ইউনিয়ন পরিষদ সচিবের অপসারণ দাবিতে হাতিয়ায় মানববন্ধন
ভাঙ্গায় ভাংচুরের মামলায় ২২জন গ্রেফতার
ভাঙ্গায় ভাংচুরের মামলায় ২২জন গ্রেফতার
যশোরে ডিসি বদলিঃ প্রশাসনরাজনীতি ও জনস্বার্থের সূক্ষ্ম সেতুবন্ধন
যশোরে ডিসি বদলিঃ প্রশাসন,রাজনীতি ও জনস্বার্থের সূক্ষ্ম সেতুবন্ধন
ফারিয়ার সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক রেজাউল