স্টাফ রিপোর্টার :: কুষ্টিয়ার কুমারখালিতে চার বন্ধু মিলে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে ছামি হোসেন ( ১৪ ) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছামি নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে।
শুক্রবার ( ১১ মার্চ ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গড়াই নদীর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার হয়।সে কুমারখালী এমএন হাইস্কুলের সপ্তম শ্রেণিতে পড়তো।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ও কুমারখালি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে কুমারখালি ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃআব্দুল হালিম বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে গড়াই নদীর রেলওয়ে ব্রিজের ওপর চার বন্ধু টিকটক ভিডিও তৈরি করতে যায়। এসময় রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন চলে আসলে তিন জন নিরাপদে চলে আসে।
তবে ছামি হোসেন ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়। পরে কুমারখালী থানায় খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।