যশোর প্রতিনিধি :: জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের যশোর জেলা শাখার কমিটি তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহষ্পতিবার ( ১৬ জানুয়ারী ) জিসাসের সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারন সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম সাক্ষরিত পত্রে যশোর জেলা কমিটির তালিকা প্রকাশ করা হয়। ২৭ সদস্য বিশিষ্টি যশোর জেলা কমিটির সভাপতি হয়েছেন যশোর সদরের মোঃ মিজানুর রহমান রিপন ও সাধারন সম্পাদক হয়েছেন শার্শার তরুণ সমাজ সেবক মোঃ মোস্তাফিজুর রহমান বাবু।
কমিটির অন্যান্যরা হলো- প্রকৌশলি মিজানুর রহমান মিল্টন, মোঃ রাকিবউদৌল্লা শুভ্র,সুরজ্জিত তরফদার কিনু,শাহনাজ পারভীন,স্বপ্না রহমান,মোঃ মিজানুর রহমান পাখি,মোঃ জাকির হোসেন সহুদ,মোঃকামাল শাহ , শরিফুল হক উজ্জল,মোঃ শাকিল আহমেদ,মোঃ রফিকুল ইসলাম মিল্টন,মোঃ ফারুক হোসেন, শেখ আহম্মেদ আল মাসুম রুমি,মোঃ আসাদুজ্জামান উজ্জল,মোঃ আজিমুল হক সজিব,সিনথিয়া পারভীন অন্তরা,মোঃ হাবিবুল ইসলাম কচি,ডলি রহমান, মোঃ আলমগীর হোসেন,মোঃ আসিব মাহমুদ, মোঃ মোস্তাফিজুর রহমান মফি,মোঃ বাশার,রিসাল ই জামিল,মোঃ মহব্বত আলি এবং আব্দুল হান্নান।